ডেস্ক নিউজ : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু করল ভারত। টানটান উত্তেজনাকর ম্যাচে জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, এই জয় আমাদের জন্য স্বস্তির এবং পরম আনন্দের। রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে দলের সেরা দুই ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৯ রান করে।
টার্গেট তাড়া করতে নেমে ৩১ রানে লোকেশ রাহুল, রোহিত শর্মা, সুরাইয়া কুমার যাদব ও অক্ষর প্যাটেলের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান বিরাট কোহলি। শেষ ওভারে ১৬ রান আটকাতে গিয়ে স্নায়ুচাপ এড়াতে না পেরে মোহাম্মদ নওয়াজ নো আর দুটি ওয়াইড দিলে পরাজয় এড়ানো কঠিন হয়ে যায় পাকিস্তানের জন্য। শেষ বল পর্যন্ত খেলে ৪ উইকেটের জয় পায় ভারত। দলের জয়ে ৫৩ বলে ৮২ রানের লড়াকু ইনিংস খেলেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
খেলা শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা সবসময় নিশ্চিত করতে চেয়েছিলাম যে আমরা ম্যাচেই আছি। আমরা এটা নিয়ে প্রতিনিয়ত কথা বলেছি। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা বিশ্বাস রেখেছি জয়ের ব্যাপারে। কোহলি-পান্ডিয়া দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্যাচের রং বদলে দিয়েছে। বোলিং দৃষ্টিকোণ থেকে দেখলে ম্যাচে ভালো সুইং ছিল, আমরা সেটা ব্যবহার করেছি।
তিনি আরও বলেন, পাকিস্তান শুরুতে চাপে পড়লেও মাঝখানে ভালো ব্যাটিং করেছে। তারা যে টার্গেট দিয়েছে আমরা জানতাম ম্যাচ জেতা সহজ হবে না। জিততে হলে আমাদের সর্বোচ্ছ খেলাটাই খেলতে হবে। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া অভিজ্ঞ ক্রিকেটার। তারা স্নায়ুচাপ সামলে ম্যাচটা বের করে নিয়েছে। এই জয় আমাদের আত্মবিশ্বাসের জন্য ভালো।
রোহিত শর্মা বলেন, বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচে আমরা যেভাবে জিতেছি তা আমাদের জন্য আনন্দদায়ক। আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য যারা দূর-দূরান্ত থেকে মাঠে এসেছেন, সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। অস্ট্রেলিয়ায় আমরা যেখানেই খেলি না কেন আশা করব এই সমর্থন আমাদের সাথেই থাকবে।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২০