ডেস্ক নিউজ : সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের হলরুমে বুধবার ১৯ অক্টোবর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এসএম আবুল কালাম আজাদ, হাইকমিশনারের সহধর্মিণী নাওমী নাহরিন, প্রথম সচিব সোহেল পারভেজ, দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়াসহ হাইকমিশনের কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও দুজন অতিথি উপস্থিত ছিলেন। তারা হলেন- বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া, যিনি সাবিনা খাতুনের সাথে মালদ্বীপে একই ক্লাবে ফুটবল খেলছেন। অপরজন ফাতেমা তুজ জোহরা, মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ হিসেবে কাজ করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষপর্যায়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার অনুভূতি ব্যক্ত করেন।
কিউএনবি/অসিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৬