ডেস্ক নিউজ : গান, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী ও লালনের ওপর আঁকা প্রদর্শনীসহ নানা আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। আগামী ৩০ অক্টোবর রবিবার দিনভর এই উৎসব অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। লালন পরিষদ ইউএসএ এই উৎসবের আয়োজন করছে। এ উপলক্ষে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন লালন পরিষদ ইউএসএ’র সভাপতি ও উৎসব কমিটির আহ্বায়ক মো. আব্দুল হামিদ। সাংবাদিক ও উৎসবের সমন্বয়কারী হাসানুজ্জামান সাকীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নুরুল আমিন বাবু, রিয়েল স্টেট ইনভেস্টমেন্টের সিইও ও বিশিষ্ট আবাসন ব্যবসায়ী নুরুল আজিম, লেখক ও শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, ব্যবসায়ী আহসান হাবীব, উৎসব কমিটির সমন্বয়কারী গোপাল সান্যাল, দীনেশ চন্দ্র মজুমদার, সুখেজ গোমেজ ও শিল্পী শাহ মাহবুব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে যোগ দেবেন বাংলাদেশের কিংবদন্তী লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য বংশীবাদক গাজী আব্দুল হাকিম। এ ছাড়া নিউইয়র্কের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসবে লালনের ওপর নির্মিত চলচ্চিত্র দেখানো হবে। নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি শিল্পীদের চোখে লালন শীর্ষক চিত্র প্রদর্শনী হবে। এ ছাড়া থাকবে সেমিনার ও আলোচনা। আমেরিকানদের দৃষ্টিতে লালন এই শিরোনামেও একটি সেমিনার থাকবে এতে। বেলা ১২টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এই লালন উৎসব।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮