স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৭০ রান করতে সক্ষম হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের সাবেক অধিনায়ক সালমা খাতুন ২৪ রানে অপরাজিত থাকেন।
অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে এসেছে ১৭ রান। লতা মন্ডল করেন ১২। এছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ ও নিদা দার দুটি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট শিকার করেছেন সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেল। চলতি আসরে দুদলেরই দ্বিতীয় ম্যাচ এটি। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ-পাকিস্তান দুদলই। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে, মালয়েশিয়ান মেয়েদের একই ব্যবধানে হারায় পাকিস্তান।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০