আন্তর্জাতিক ডেস্ক : এএফপির খবরে বলা হয়, ‘ইউক্রেনের দনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলকে অন্তর্ভুক্তকরণের যেকোনো সিদ্ধান্ত অবৈধ এবং নিন্দনীয় হবে। এটি অবশ্যই মেনে নেয়া হবে না।’এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শুক্রবার ক্রেমলিনে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। এগুলোর অনেক এলাকা রাশিয়ার বাহিনী দখল করে নিয়েছে।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫