ডেস্কনিউজঃ কুমিল্লার চাঁদপুর মতলবের কেএফটি কলেজিয়েট স্কুলের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বৃহস্পতিবার সনদ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়েছে। স্কুলটি শিক্ষার্থীদের পাঠদানের নিজেদের নিরাপদ রাখতে শারিরীক কৌশল হিসেবে কুংফ সহ বিভিন্ন কৌশল গ্রহণের প্রশিক্ষণের ব্যবস্থা করে। পরে সেই সমস্ত শিক্ষার্থীদের মাঝে স্বীকৃতিস্বরূপ হাতে তুলে দেওয়া হয় ক্রেষ্ট এবং সনদ।
কেএফটি কলেজিয়েট স্কুলের সভাপতি আওলাদ হোসেন লিটন এর সভাপতিত্বে দুপুরে কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত ‘আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি’র সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল বাবর মোঃ সেলিম, পিএসসি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুংফু ফেডারেশন এর সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চলচ্চিত্র অভিনেতা শিফু দিলদার হোসেন দিলু। সমগ্র কর্মসূচি ও আজকের অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা জাকির হোসেন কামাল।
এদিন কুংফু ফেডারেশন ও কেএফটির উদ্যোগে দীর্ঘ চার মাসব্যাপী চলমান আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী ঘোষণা এবং চ্যাম্পিয়ন ও রানার আপদের মাঝে ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়। এরই সাথে জাতীয় কুংফু ফেডারেশনের পক্ষ হতে প্রশিক্ষণে সফলতার সাথে গ্রহণকারীদের বেল্ট ও সনদ প্রদান করা হয়। ইতোমধ্যেই চলমান শিক্ষাবর্ষের সহশিক্ষা কার্যক্রমে ক্রিকেট ও কুংফু পর্বের সমাপ্তি হলো।
অক্টোবর মাসেই শুরু হবে ফুটবল সহ অন্যান্য ইনডোর গেইমস পর্ব। প্রতি শিক্ষাবর্ষেই পাঠ্য বইয়ের পাশাপাশি এসব সহশিক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে প্রতিষ্টানটি। গতাগতিক শিক্ষাপদ্ধতির বাইরে নানমুখী শিক্ষা গ্রহণের ব্যবস্থা করার কারণে ইতোমধ্যে স্কুলটি এলাকায় ব্যাপক প্রশংসা ছড়িয়েছে। কারণ স্কুলটি নিয়মিত পাঠদানের বাইরে নামাজ শিক্ষা সহ শিষ্টাচার শিক্ষা, সংগীত, কবিতা, শরীরচর্চা, খেলাধুলা, আত্মরক্ষামূলক শিক্ষা সহ নানামুখী শিক্ষা দিয়ে যাচ্ছে।
অত্র এলাকায় এমন বহুমুকি শিক্ষা নিয়ে শিক্ষা প্রতিষ্টান কেএফটি কলেজিয়েট স্কুলই প্রথম। মাত্র এক বছরের মাথায় একটি শিক্ষা প্রতিষ্টানের এমন উদ্যোগে খুশি অভিভাবকমহল। তারা জানান- কেএফটি কলেজিয়েট স্কুলে তাদের সন্তানদের দিয়ে তারা অনেকটাই নিশ্চিন্ত থাকেন। কারন হিসেবে জানান- স্কুলটি প্রতিদিনের পড়া স্কুলেই সম্পন্ন করায়। শিক্ষকদের কড়া নজরদারীর কারণে তাদের সন্তানরা পড়াশুনায় ফাঁকি দেওয়ার সুযোগ পায় না। আবার বহুমুখী শিক্ষা কার্যক্রম নিয়ে স্কুলটি পরিচালিত হওয়ার কারণে তাদের সন্তানরা স্কুলে যেতে আনন্দ পায়। স্কুলে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য নিরাপত্তামূলক নানান সুব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে কেএফটি কলেজিয়েট স্কুলে এখন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছে একটি আদর্শ স্কুল।
কিউএনবি/বিপুল/ ২৯.০৯.২০২২/ রাত ১১.৩৫