শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দৌলতপুরে গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যার সন্দেহে লাশ দাফনে পুলিশের বাধা বেনাপোল সার্বিয়া দেশের ভিসা লাগানো ২০ টি বাংলাদেশী পাসপোর্ট সহ ভারতীয় ড্রাইভার আটক ফুলবাড়ী দৌলতপুরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট  চৌগাছায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক দুই মালামাল উদ্ধার আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াতের আমীর আরও ২০৪ জন ডেঙ্গুতে শনাক্ত, হাসপাতালে ভর্তি শান্তকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন নাইম-সাইফুদ্দিন ২৪ গণঅভ্যুত্থান ফ্যাস্টিটকে হটিয়ে অন্যদলকে বসানোর জন্য নয়: নাহিদ পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা মাইদুলসহ গ্রেফতার-৪ রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ঢাবিতে ৮ দফা দাবিতে এক ছাত্রের আমরণ অনশন শুরু 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং প্রশাসনিক কার্যক্রমের ডিজিটালাইজেশন সহ  ৮ দফা দাবিতে গত ৩০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি প্রদান করেছিলেন ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র মোঃ আবুল হাসনাত আব্দুল্লাহ। স্মারকলিপি দেওয়ার পর ৮ দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছেন।ভিসি স্যারের কাছে এসব গণস্বাক্ষর জমা দিয়েছেন।

 তবু প্রশাসন দাবি মেনে না নেওয়ায় আজ ২০ সেপ্টেম্বর (২০২২) মঙ্গলবার দুপুর থেকে আমরণ অনশন শুরু করেছেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 
তার ৮ দফা দাবি হলো:
০১. শিক্ষার্থীদের হয়রানি নিরসনের জন্য ও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের কাজের জবাবদিহিতা নিশ্চিতকল্পে শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে “অভিযোগ সেল”  গঠন করতে হবে।যেখানে সেবাগ্রহীতারা সুনির্দিষ্ট প্রমাণাদির ভিত্তিতে অভিযোগ জানাতে পারেন।

০২. প্রশাসনিক সকল কার্যক্রম অনতিবিলম্বে ডিজিটালাইজড করতে হবে।
০৩. নিরাপত্তা ও হারিয়ে যাওয়া কাগজপত্র তদন্তের স্বার্থে অফিস সমূহের অভ্যন্তরে প্রতিটি রুমে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।
০৪. প্রশাসনিক ভবনে অফিস সমূহের প্রবেশদ্বারে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করতে হবে। ডিসপ্লেতে অফিস সমূহের নাম,কক্ষ নম্বর ও সেখানে প্রদত্ত সেবার বিবরণী, কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের নাম ও ছবি সহ প্রয়োজনীয় তথ্যাবলি প্রদর্শন করতে হবে।
০৫. কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর ও সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসনিক ভবনের ক্যান্টিনেরও সংস্কার করতে হবে।
০৬. কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক সাচিবিক-বিদ্যা, পেশাদারিত্ব, মানুষিক ও আচরণগত প্রশিক্ষণ আইন করে বাধ্যতমূলক করতে হবে।প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মানসিক সেবা প্রদানকারী বিভাগ ও সেন্টারসমূহের শরণাপন্ন হতে হবে।
০৭. অফিস চলাকালীন প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা ব্যক্তিগত, ব্যবসায়িক কিংবা রাজনৈতিক কোনো কাজেই লিপ্ত থাকতে পারবে না। সে নিরিখে প্রশাসনিক ভবনের অভ্যন্তরে অবস্থিত কর্মচারী ইউনিয়ন অফিস বাধ্যতামূলকভাবে তাদের ক্লাবসমূহে স্থানান্তর নিশ্চিত করতে হবে।
০৮. কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনকালীন প্রচারণা পরিবেশবান্ধব করতে হবে।বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ বজায় রাখতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হানিকর ও পরিবেশ বিপর্যয়কারী অপ্রয়োজনীয় পোস্টার লিফলেট ও ব্যানার ব্যবহার আইন করে নিষিদ্ধ করতে হবে।
এদিকে আবুল হাসনাত আব্দুল্লাহ এর ৮ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সংযুক্ত  ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র
মোঃ আবুল হাসনাত আব্দুল্লাহ কে ” অভয় দিয়েছেন” ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডঃ মোঃ তানজিম উদ্দিন খান।
আমরণ অনশনের বিষয়ে আবুল হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভিসি স্যার বললেন যে আমি নাকি মাত্রারিক্ত করতেছি। তিনি বললেন যে, আমরা যেন যা ইচ্ছা তা করি। তিনি (ভিসি) জানান যে প্রশাসনিক ভবনের  কর্মকর্তাদের পারিবারিক শিক্ষার অভাব।  আশঙ্কা প্রকাশ করে আবুল হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, “আমার সামনে  পরীক্ষা। আমার যত ক্ষতি হবে, তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব ।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit