বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক/পুরুষ মহিলা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সেরা স্কুল, প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি আখাউড়া শাখার সভাপতি মোঃ মাহতাব মিয়া, তিনি উপজেলার মোগড়া ইউনিয়নের দুর্জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯১ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। শিক্ষক মাহতাব মিয়া পার্শ্ববর্তী বরিশল গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম মিজান মিয়া’র ছেলে। বর্তমানে তিনি পৌরসভার শান্তিনগর নিজ বাড়িতে বসবাস করছেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আখাউড়া উপজেলা শাখার শিক্ষক সমিতির স্বনামধন্য ও সুযোগ্য সভাপতি, শিক্ষক নেতা জনাব মোঃ মাহতাব মিয়া -২০২২ ইং সনের শ্রেষ্ট শিক্ষক / শিক্ষিকা নির্বাচন প্রতিযোগিতায় আখাউড়া উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের লোকজন এবং কসবা- আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এব্যাপারে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
এদিকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আখাউড়া উপজেলা শাখার সহকারী শিক্ষক সমিতির অর্থ সম্পাদক, নয়াদিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফজলে আলী মাস্টারের ছেলে, দেবগ্রামের কৃতি সন্তান জনাব হাসিব আলী রাশেদ -২০২২ ইং সনের শ্রেষ্ট শিক্ষক / শিক্ষিকা নির্বাচন প্রতিযোগিতায় আখাউড়া উপজেলার শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এতে তার এলাকার বিশিষ্টজনেরা ও কসবা- আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পেশাগত কাজে ভবিষ্যতে আরও অনেকদূর এগিয়ে যাওয়ার লক্ষ্যে সর্ব মহলের সহযোগিতাও দোয়া কামনা করেন তিনি।
কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/বিকাল ৩.২৭