আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। প্রধান অতিথী ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আব্দুর রশীদ তারা ও সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.জিল্লুর রহমান, সাবেক ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম শিপুসহ দলটির অন্যান্য নেত্রীবৃন্দ।
কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৫