রামগড় ৪৩ বিজিবি ৫৩ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩১
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জেলার সীমান্তবর্তী রামগড় ৪৩ বিজিবি সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিভিন্ন সময় আটককৃত ৫৩ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি। রোববার (১৮ সেপ্টেম্বর ২০২২ইং) সকাল সাড়ে দশটার দিকে রামগড় বিজিবির ব্যাটালিয়ান মাঠে জব্দকৃত মাদক ধ্বংস করা হয় ।
রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায় ২০১৬ সাল থেকে রামগড় ৪৩ বিজিবি আওতাধীন সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। মাদকদ্রব্যের মধ্যে ছিল ৩ হাজার ২৫৪বোতল বিদেশি মদ, ২৩১বোতল বিয়ার, ৫৫০ বোতল ফেনসিডিল ১০৫ পিস ইয়াবা,সাড়ে আঠারো কেজি গাজা,৭০লিটার চোলাই মদ ও ৫ বোতল সঞ্জীবনী সূরা।
রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল হাফিজুর রহমান বলেন মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্য্যক্রম করেছি, এটি কোন বড় সাফল্য নয়,যখন সীমান্তে ১পিস মাদকদ্রব্য আসবেনা তখনই আমরা সফল হবো তিনি বলেন সকলের সহযোগিতা নিয়ে যে কোন মূল্যে দেশকে মাদক মুক্ত রাখবো।
এ সময় খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলাম কামাল, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান , খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুল হালিম রাজ, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪