মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পাশের বাড়ির হাঁস উঠানে আসায় আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিশু মিয়া (৫২) কে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিএসসি, নরসিংদী। আজ শুক্রবার গাজীপুর জেলার কাপাসিয়া দুর্বাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিশু মিয়া রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।র্যাব-১১ জানায়, গোয়েন্দা সূত্রে জানা যায় যে, নরসিংদীর রায়পুরাতে আব্দুল মান্নানের সাথে বেনু মিয়ার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
বেনু মিয়ার হাঁস আব্দুল মান্নানের উঠানে আসায় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ঘটনার দিন ৬ সেপ্টেম্বর সকাল সাতটায় বাজারের রাস্তায় চলাচলের সময় আব্দুল মান্নানকে শিশু মিয়ার নেতৃত্বে তার ভাই ভাতিজা সহ সাত-আটজন পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।এ ঘটনায় রায়পুরা থানায় ৭ সেপ্টেম্বর একটি হত্যা মামলাল দায়ের করা হয়। ঘটনার পরপরই গ্রেফতার এড়ানোর জন্য শিশু মিয়া গাজীপুরের কালীগঞ্জে পালিয়ে থাকে।
অফিসার ইনচার্জ রায়পুরা থানা আসামীদের গ্রেফতারের জন্য র্যাবকে অনুরোধ করে। এরই প্রেক্ষিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন দুর্বাটি এলাকা থেকে শুক্রবার ৯ সেপ্টেম্বর রাত ২:৩০ মিনিটে মামলার প্রধান আসামি শিশু মিয়াকে গ্রেফতার করে। র্যাব জানায়, আসামীকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪