জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি সদর থানাধীন কমলছড়ি ইউনিয়ন পরিষদের আওতায় ভূয়াছড়ি আসামীর বসত বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ শামছুল হক,(৩২) কে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর ২০২২ইং) রাত পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি সদর থানার সহকারি উপ-পরির্দশক (এএসআই) মো: সোহেল এর নেতৃত্বে খাগড়াছড়ি থানাধীন কমলছড়ি ইউনিয়নের ভুয়াছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীর বসত বাড়ির ভিতর থেকে সিআর-মামলা নং- ২৮৭/২২ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ শামছুল হক (৩২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ শামছুল হক,(৩২) কমলছড়ি ইউনিয়নের ভুয়াছড়ি এলাকার মোঃ আলী হোসেন এর ছেলে। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুর রহমান জানান, ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪