বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

সরকার সারাদেশে গুম-খুন শুরু করেছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সারাদেশে শুরু করেছে হত্যা, গুম, খুন, হামলা-নির্যাতন। এ সরকার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আচরণের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এর মাধ্যমে তাদের ফ্যাসীবাদী চরিত্রই উদঘাটিত হচ্ছে।’

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন। গত সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির অনুষ্ঠিত ভার্চুয়ালি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে তিনি এ বিবৃতি দেন। বৈঠকে দেশব্যাপী বিরোধী দল নির্মূলের উদ্দেশ্যে সরকারের হীন চক্রান্তের তীব্র সমালোচনা করা হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের গুলিতে নিহত, হেফাজতে মৃত্যু ও হামলা নির্যাতনের বিষয়ে প্রতিটি ঘটনায় মামলা দায়ের করার জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে ‘আইনী সেল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ভবিষ্যত কর্ম-পরিকল্পনা পর্যালোচনা করা এবং তা জাতীয় স্থায়ী কমিটিতে উপস্থাপন করে অনুমোদন নেওয়ার জন্য ড. আব্দুল মঈন খানকে আহ্বায়ক এবং ড. জাবিউল্লাহ, জহির উদ্দিন স্বপন ও এবিএম মোশারফ হোসেনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি অতিদ্রুত প্রস্তাব পর্যালোচনা করে স্থায়ী কমিটিতে রিপোর্ট উপস্থাপন করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের চরম অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচার চালাতে জনগণের ১৩২ কোটি টাকার অর্থ অপচয়ের এলইডি প্রকল্প গ্রহণ করেছে সরকার। শুধুমাত্র দুর্নীতি আর নির্বাচনের আগে ফায়দা লোটার জন্যই এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

কিউএনবি/বিপুল/০৭.০৯.২০২২/ রাত ৯.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit