জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড বাজার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো:জাহিদুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার।
(৫সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ)সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর দিক নির্দেশনা অনুযায়ী মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৬ নং ওয়ার্ডস্হ মাটিরাঙ্গা বাজার এলাকায় মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ ইব্রাহিম খলিল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী জাহিদুল ইসলাম (২৩)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: জাহিদুল ইসলাম তাইন্দং ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মো: ইউসুফ আলীর ছেলে। আসামী জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে সিআর মামলা নং ৪২৩/১৩, ধারাঃ ৩৮১ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান গ্রেপ্তারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০