বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দারিয়াপুরে সোমবার দুপুরে বজ্রপাতে মো. শাহ আলম (১৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে ছবি তোলার সময় তিনি বজ্রাঘাতে আহত হন।
পরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া শাহ আলম পৌর এলাকার উত্তর পৈরতলার সাউয়াল মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮