ডেস্ক নিউজ : পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত হয়ে এক জেলে নিহত ও চার জেলে আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সোনারচর থেকে দক্ষিণের রুপারচর সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ওই জেলের নাম সাইফুল বয়াতী (২৬)। তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের শানু বয়াতীর ছেলে।
তবে তাদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফুলকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘ঘটনাটি সাগরের কাছাকাছি ঘটেছে। লাশ গলাচিপা হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছি। ’
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩