আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ এবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সময় লন্ডন থাকবেন না। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে থেকে তিনি এ কাজ করবেন। সে হিসেবে এবার দীর্ঘদিনের প্রথা ভঙ্গ হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী এবং বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন ৬ সেপ্টেম্বর এজন্য স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের বালমোরাল ক্যাসেলে যাবেন। ৯৬ বছর বয়সী রানি তার ৭০ বছরের রাজত্বকালে লন্ডনের বাকিংহাম প্যালেসেই নতুন প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ দিয়েছেন। সব মিলিয়ে ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন তিনি।
নতুন প্রধানমন্ত্রীর কাজের সূচি নিশ্চিত রাখার জন্য এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। বয়োবৃদ্ধ রানির চলাফেরার সমস্যা রয়েছে। এ কারণে যাতে শেষ মুহূর্তে কোনো বিশেষ পরিবর্তন না করতে হয় তা নিশ্চিত করতেই অনুষ্ঠানটি বালমোরালে করা হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর লিজ স্ট্রাস বা ঋষি সুনাক যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের নতুন নেতা হবেন। নিয়ম অনুযায়ী তিনিই হবেন নতুন প্রধানমন্ত্রী। বরিস জনসন এর পরের দিন রানির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর পরপরই রানির নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়ার কথা। বাকিংহাম প্যালেস এর আগে বলেছিল, রানি বালমোরাল থেকে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য লন্ডনে যাবেন। সূত্র: বিবিসি
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫