বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারির ছেলে জারিফ আনসারি অভিকে (২২) চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয় বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান,চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার আজমপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে একটি মামলা আদালতে বিচারাধীন আছে।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪