স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। তাঁর অতিমানবীয় ব্যাটিংয়েই ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এটি ছাড়াও ম্যাচ জেতানো অনেক পারফরম্যান্স রয়েছে স্টোকসের। বর্তমানে তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। অথচ এই স্টোকসকেই কি না চেনেন না ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।
ব্রেন্ডন ম্যাককালাম টেস্ট দলের কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর টেস্টেও বিধ্বংসী ব্যাটিং করছেন ইংল্যান্ডের ব্যাটাররা। ইংলিশদের এই ব্যাটিংকে বলা হচ্ছে ‘বাজবল ক্রিকেট’। এ বিষয়টি পছন্দ হয়নি ফ্লিনটফের, ‘এটি (বাজবল) আমার শোনা সবচেয়ে বাজে কথাগুলোর একটি। আমি এ বিষয়টি নিয়ে আগ্রহী নই। তারা (ইংল্যান্ড দল) খুব উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলছে, যা সবাই দেখতে ভালোবাসে। ’
বেন স্টোকস সম্পর্কে ফ্লিনটফ বলেন, ‘আমি বেন স্টোকসকে চিনি না। বর্তমান দলের অনেককেই আমি চিনি না। আমি ৩১ বছরেই অবসর নিয়ে ফেলেছিলাম। আমি আরো কয়েক বছর খেলার আশা করছিলাম। আমি খেলার সঙ্গে যোগাযোগ রাখিনি কারণ আমার মনে হচ্ছিল আরো কয়েক বছর খেলতে পারব। বিষয়টি (খেলতে না পারাটা) আমাকে কষ্ট দিচ্ছিল। ’
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০০