মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

‘রোডম্যাপ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বলেছেন, পরিপ্রেক্ষিত পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে ডিএসডিএল হতে প্রাপ্ত রোডম্যাপ পরিকল্পনাসমূহ বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাচ্ছি। সেই সঙ্গে আমাদের এই পরিকল্পনাগুলোকে আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে সরকারের অন্যান্য মন্ত্রণালয়গুলো এই মডেলটি অনুসরণ করে তাদের স্ব-স্ব মন্ত্রণালয় বা দপ্তরসমূহের ভবিষ্যৎ রোডম্যাপ পরিকল্পনাসমূহ তৈরি করতে পারে।

মঙ্গলবার আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ভিশন-৪১: স্মার্ট আইসিটি ডিভিশন’ এর মহাপরিকল্পনা সম্পর্কিত অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইসিটি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিকল্পনাসমূহ সঠিকভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী বাস্তবায়ন করতে পারলেই আমরা সফল হতে পারবো। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিটি দপ্তর-সংস্থার বর্তমান সেবা, ডিজিটাল সিস্টেম ও স্কোপ যাচাই-বাছাই করে সমন্বিত ভিশন এবং রোডম্যাপ (২০২৩, ২০২৫, ২০৩১, ২০৪১) এর ডিজাইন করা হচ্ছে। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং এটুআই-এর ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর টিমের কারিগরি সহযোগিতায় সকল দপ্তরের কর্মকর্তাদের কাছে ‘ভিশন-৪১: স্মার্ট আইসিটি ডিভিশন’ ডিজাইন ও প্ল্যানিং ল্যাব (ডিএসডিএল) এর পরবর্তী অবহিতকরণ ও অগ্রগতি পর্যালোচনা সভা হয়। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। সভায় ২০৪১ সালের জনগণকে কেমন সেবা প্রদান করা হবে তার ওপর বক্তব্য প্রদান করেন এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী। এসময় বিভিন্ন দপ্তর/সংস্থার মোট ৯৭টি উদ্যোগ এবং ২৪২টি সফটওয়্যার অটোমেশনের উপর ‘সংকলিত রোডম্যাপ’ এর উপর উপস্থাপনা করেন আইসিটিডি ডিএসডিএল কমিটির সদস্য সচিব ও এটুআই-এর চিফ ই-গভর্নেন্স স্ট্যাটেজিস্ট (ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর) ফরহাদ জাহিদ শেখ।

সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) বিকর্ণ কুমার ঘোষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম-সচিব) এবং কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী, এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ নিজ নিজ দপ্তরের পক্ষে উপস্থাপনা করেন। 
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), কৈকা বাংলাদেশ, ই-গভ ক্লাস্টার ইউএনডিপি, বাংলাদেশ; জাইকা, বিসিএস, আইবিএ, বিভিন্ন মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের দপ্তর/সংস্থার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিস্টেম অ্যানালিস্টবৃন্দ এবং সংশ্লিষ্ট আইটি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit