শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২৩ আগষ্ট মঙলবার দুপুরে কলেজের আব্দুল জববার জলিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ময়নুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান।
কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সাজু এবং ২য় বর্ষের ছাত্র মহসীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা সরকারী কলেজের একাডেমিক কাউন্সিলের সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ, স্টাফ কাউন্সিলের সম্পাদক কাজরী রাণী ধর,দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহিবুর রহমান,ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আশরাফুল হক। বক্তব্য রাখেন প্রভাষক দীপক চন্দ, প্রভাষক নুরজাহান খাতুন, মাসুক আহমদ, প্রভাতী ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চতুর্থ বর্ষের ছাত্র মোফাচ্ছল ও গীতা পাঠ করেন অভিজিৎ চক্রবর্তী।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২৪