স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচ না খেলেই সাফ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়েও প্রতিপক্ষ পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফের আগে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে নিজেদের অবস্থান বুঝতে পারতো মনে করেন অধিনায়ক সাবিনা খাতুন,’প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভাল হতো। অন্তত একটি ম্যাচ খেলে গেলে নিজেদের অবস্থান বুঝা যেত।
আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেনি। ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই ৩ সেপ্টেম্বর নেপাল যাচ্ছে সাবিনা-কৃষ্ণারা। সর্বশেষ গত জুনে মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে গোলাম রব্বানী ছোটনের দল। এরপর থেকে টানা অনুশীলনে আছে মেয়েরা।
ছবিঃ কালের কন্ঠ
বাংলাদেশ অধিনায়ক সাবিনার কণ্ঠে শিরোপা জয়ের প্রত্যয় শোনা না গেলেও ম্যাচ বাই ম্যাচ ভাল করার কথা জানালেন তিনি,’অবশ্যই ম্যাচ বাই ম্যাচ ভাল খেলার লক্ষ্য আমাদের। দেশকে ভাল কিছু উপহার দিতে চাই। আগে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই এরপর ফাইনাল নিয়ে ভাববো। আমাদের লক্ষ্য থাকবে সব দলের সঙ্গে লড়াই করে খেলা। ‘
সাফের গত ৫ আসরের চ্যাম্পিয়ন ভারতের এবার অংশ নেওয়া অনিশ্চিত। ফিফার নিষেধাজ্ঞা বহাল থাকলে খেলতে পারবে না তারা। ভারত না থাকলে এবারের সাফ হবে ছয়টি দেশ নিয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা খেলবে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে (এই গ্রুপেই আছে নিষেধাজ্ঞায় থাকা ভারত)। ‘বি’ গ্রুপে আছে তিনটি দল; নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আগের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা; কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাবিনাদের।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৫