ডেস্ক নিউজ : মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ মালদ্বীপের ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশন মন্ত্রী আয়শাথ নাহুলার সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের মধ্যে মালবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলের উদ্যোগ গ্রহণের বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বাংলাদেশ হাইকমিশনার এসএম আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রম করে।
অন্যদিকে মালদ্বীপের ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশন মন্ত্রী আয়শাথ নাহুলা বলেন, বাংলাদেশ-মালদ্বীপের সুসম্পর্ক অত্যন্ত প্রশংসনীয়।
কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ৮.৫৪