স্পোর্টস ডেসক্ : এই তো কয়দিন আগেই জাতীয় দলের দুই সিনিয়র তারকা মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি ফরম্যাটে বিবেচনা করা হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত দুজনেই এশিয়া কাপের দলে আছেন। টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও জানালেন, দুই সিনিয়রকে তার প্রয়োজন। আজকের সংবাদ সম্মেলনে অবশ্য সোশ্যাল সাইটে মুশফিকের অনুশীলনের ভিডিও পোস্ট করা নিয়ে তিনি খোঁচাও মেরেছেন।
মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয় দুই সিনিয়রের ভূমিকা নিয়ে। জবাবে সাকিব বলেন, ‘তারা দুইজন আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তারা এটা সম্পর্কে অবগত। তারা জানেন তাদের দায়িত্ব কী, চ্যালেঞ্জগুলো কী? তারাও জানেন ঠিক কোন অবস্থায় আছেন। আমার আলাদা করে কিছু বলার নেই। এতদিন ধরে খেলার পরে উনারা খুব ভালো করেই পুরো পরিস্থিতি সম্পর্কে সচেতন। আমরাও জানি আমরা উনাদের থেকে কী আশা করছি। উনারা দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ। ‘
লিটন দাস আর নুরুল হাসান সোহান ইনজুরিতে থাকায় এশিয়া কাপে মুশফিকুর রহিমই উইকেট সামলাবেন। যদিও তিনি গত বছর অভিমান করে টি-টোয়েন্টিতে কিপিং ছেড়েছিলেন। এ বিষয়ে সাকিব বলেন, ‘মুশফিক ভাই উইকেটকিপিং করলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। টি-টোয়েন্টিতে সময় অনেক কম থাকে। ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো খুব সহজেই উনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। ‘
সাকিব আরও বলেন, উইকেটের পেছন থেকে মুশফিকের পরামর্শ পেলে তার নেতৃত্বের কাজটা অনেক সহজ হয়ে যায়, ‘এতে আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়। আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তা করতে পারব। সারাক্ষণ ফিল্ডিংয়ের পজিশন নিয়ে চিন্তা করতে হবে না। মাঠের ১১টা খেলোয়াড়কে সবসময় আমার পক্ষে দেখা সম্ভব নয়। একমাত্র উইকেটরক্ষকই এটা ভালোভাবে দেখতে পারে। উনার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে স্বাভাবিকভাবেই আমার জন্য জিনিসগুলো সহজ হয়ে যায়। ‘
‘কঠোর পরিশ্রমী’ হিসেবে পরিচিত মুশফিক এতদিন নিয়মিত তার অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। কিন্তু সাম্প্রতিক বিতর্কের পর তিনি তা করছেন না। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, সাকিব এত কম অনুশীলন করে কীভাবে ভালো পারফর্ম করেন? এর জবাব দিতে গিয়ে মুশফিককে খোঁচা মারতে ছাড়েননি সাকিব, ‘অল্প প্রস্তুতি আমি বলব না। আমার মনে হয়, যতটুকু প্রস্তুতি আমার দরকার, ততটুকু আমি নিই। ‘
বিষয়টা ব্যখ্যা করতে গিয়ে ভিডিওর প্রসঙ্গ টানেন সাকিব, ‘যেটা হয় যে আমি মিরপুরে এসে এবার তিন দিন অনুশীলন করেছি। এর মানে এই না যে আমি তিন দিনই অনুশীলন করেছি। হয়তো এর আগে আমি আরও দশ দিন অনুশীলন করেছি, মিরপুরে আসিনি। যেহেতু আপনারা মিরপুরে থাকেন, তো আমি নিশ্চিত আপনারা মিরপুরের বাইরে দেখতে পাবেন না। আর আমি অত ভিডিও পোস্ট করি না। তো স্বাভাবিকভাবেই কেউ জানে না যে আমি অনুশীলন করছি কি করছি না। ‘
কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫