আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুকুরে গোছল করতে গিয়ে যুবরাজ (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। যুবরাজ ওই এলাকার কৃষ্ট চন্দ্র রায়ের ছেলে এবং পূর্ব হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র।ঘটনাটি ঘঠেছে উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ডোগারহাট এলাকায়। পরিবার সুত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (২০ আগস্ট) দুপুরে পাশে স্কুল মাঠে দদিকাদা খেলা হয়। খেলা শেষে অনেকে স্কুলের পাশে থাকা পুকুরে গোছল করতে যায়, যুবরাজও সেখানে গোছল করে। সকলের অগোচোরে কখন যানি সে পানিতে ডুবে যায়।
বিকাল ৩টায় প্রতিবেশী দূলর্ভ চন্দ্র রায় ওই পুকুরে গোছল করতে গেলে লাশটি তার পায়ে লাগে। পরে লাশটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু সেখানে গিয়ে ডোমার থানায় সংবাদ দেয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ উন-নবী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে। পরে এসআই লুৎফর রহমান লাশের সুরতাহাল করেন। ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ না থাকার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/সকাল ৯.৪৫