মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে পৌর স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত বৃহ:স্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ী পৌর বিএনপির কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে দোয়া মাহফিল ও আলোচনা সভা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরতুজা হক শাহ্ অস্টিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর আলম নুরুল্লা, পৌর যুব দলের সাবেক সভাপতি মোঃ শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি মোঃ মোরশেদুল আলম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মানিক মন্ডল, সদস্য সচিব পৌর যুব দলের আলামিন সরকার পাপ্পু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ কাশেম পাপ্পু।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দল।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪