অভিযোগে গৃহবধূ শিউলি জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়া আমার ছেলেকে আনতে গিয়ে বাড়িতে ঢুকার সময় দেখি অভিযুক্ত ব্যাক্তি আমার ঘর থেকে বেড়িয়ে আসছে, এসময় তাকে ডাক দিলে সে দৌড়ে পালিয়ে যায়, এতে আমার সন্দেহ হয়, এসময় দ্রুত ঘরে গিয়ে দেখি আমার ঘরে রাখা একটি স্যামসাং কোম্পানির স্মার্ট ফোন ও একটি নকিয়া নরমাল মোবাইল সেট দুটি সেখানে নেই। বিষয়টি তাৎক্ষণিক ভাবে আশেপাশের লোকজনকে অবহিত করি।বিষয়টি অভিযুক্ত ব্যাক্তিকে কেউ জানালে পরদিন বুধবার বিকাল চারটার দিকে বাদিনীর বাড়িতে এসে অশ্লীল ভাষায় গালমন্দ করে ও তাকে লাঠি দ্বারা আঘাত করে, এসয় তার স্বামী ছুটে আসলে তাকেও বেদম লাঠিপেটা করে, তাদের চিৎকারে আসেপাশের লোকজন চলে আসলে অভিযুক্ত ব্যাক্তি পার্শ্ববর্তী তুলাইশিমুল গ্রামের ভুট্রু মৃধা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত দুজনকে আখাউড়া সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক বিচারের প্রত্যাশায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮