বিনোদন ডেক্স : সাজপোশাকে নিরন্তর এক্সপেরিমেন্ট—বলিউড অভিনেত্রীদের এই প্রবণতা নতুন কিছু নয়। তবে সেই তালিকায় অনন্যা পাণ্ডে যেন ইদানীং আরও এক ধাপ এগিয়ে। কখনও স্টাইলিশ, কখনও সাহসী—প্রতিবারই অনুরাগীদের চমকে দিতে ভালোবাসেন তিনি। এবারেও ব্যতিক্রম হয়নি। সৌন্দর্যের সঙ্গে সঙ্গে তাঁর পোশাকের দাম শুনেও নেটিজেনদের চোখ কপালে উঠেছে।
সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে অনন্যাকে দেখা গেল একেবারে ভিন্টেজ লুকে। কালো রঙের পোলকা ডট পোশাকে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। ক্লাসিক কাট আর রেট্রো আবহে তাঁর এই লুক মুহূর্তেই নজর কাড়ে।
তবে আলোচনার কেন্দ্রে আসে আরেকটি বিষয়—এই পোশাকের দাম নাকি প্রায় ৫৭ হাজার রুপি (বাংলাদেশি টাকায় সাড়ে ৭৭ হাজারেরও বেশি)! লুক যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই দাম ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা।
অবশ্য এই প্রথম নয়। এর আগেও বিকিনি লুকে একাধিক ছবি শেয়ার করে অনন্যা নেটদুনিয়ায় শোরগোল ফেলেছিলেন। রোদের আলোয় তামাটে ত্বকের সেই খোলামেলা ছবি নিয়ে কম আলোচনা হয়নি, প্রশংসা-সমালোচনা দুই-ই ছিল সমানতালে।
উল্লেখ্য, প্রাক্তন কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ফের পর্দায় ফিরছেন অনন্যা—ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। পুরোদমে চলছে প্রচারপর্ব। বড়দিনে মুক্তি পেতে চলা এই ছবিতে দুই তারকার রসায়ন দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক।
কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৫৬