বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকায় সোমবার দুপুরে মাছ ধরতে গিয়ে মো. ইয়াছিন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাছ ধরার সময় জমিতে হালচাষে ব্যস্ত পাওয়ার টিলারে আটকে ওই শিশুর মৃত্যু হয়। শিশু ইয়াছিন গজারিয়া এলাকার ফজলু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গজারিয়া এলাকায় জমির পানিতে মাছ ধরছিলো ইয়াছিন। একইসঙ্গে ওই জমিটিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদের কাজও চলছিল। এক পর্যায়ের পাছ পিছলে চলন্ত পাওয়ার টিলারে আটকে যায় ইয়াছিন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯