শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারন সম্পাদক মনিকা ইসলাম, সহ-সভাপতি সুমা জায়গীদার, প্রচার সম্পাদক রেহেনা সুলতানা, দপ্তর সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী ও নির্বাহী কমিটির সদস্য হাবিবা আক্তার প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:২৪