বিনোদন ডেসক্ : সালমান খানের সঙ্গে ইদানীং যাঁকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল, সেই শেহনাজ গিলও নিরাশ করলেন। সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’-র সেট ছেড়ে বেরিয়ে গেলেন শেহনাজ। দুজনের মধ্যে মন কষাকষি? মতপার্থক্য? সঠিক কারণ জানা যায়নি। সবখান থেকেই ভাইজানকে অনুসরণ না করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
অন্য দিকে, জহির ইকবালও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’-র কাজ ছেড়ে দিয়েছিলেন। নির্মাতারা এখন আয়ুষ এবং জহিরের জায়গায় দুই নতুন অভিনেতার সন্ধানে রয়েছেন। অতএব, ফরহাদ সামজি পরিচালিত ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’-তে টিকে থাকলেন পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়াল। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত, কমেডি-ড্রামা ছবিটির সালমানের ৫৭তম জন্মদিনের তিন দিন পর মুক্তি পাওয়ার কথা। আনন্দবাজার
কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯