ডেস্ক নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন আজও বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ঋণ বয়ে বেড়াচ্ছি। ছাত্রলীগের নেতৃত্ব যখন দিতাম তখন বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতার সার্বিক সহায়তা পেয়েছি। আজও সেই সব স্মৃতি ভেসে ওঠে। বঙ্গমাতার অনুপ্রেরণা ও সার্বিক সহায়তায় বঙ্গবন্ধু দেশ স্বাধিকার আন্দোলনে সফল হন। বলা যায় বঙ্গমাতার সহায়তা না পেলে আমরা এ বাংলাদেশ পেতাম না।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, সংগঠনের যুগ্ম সম্পাদক আবিদুল আলমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা অংশ নেওয়ার পাশাপাশি বক্তব্য রাখেন।
পরে তোফায়েল আহমেদ ভেলুমিয়া শরীফখা বাজার, ভেদুরিয়াসহ ৫টি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের জন্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮