আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের শিল্প ও আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলে এই কর্মসূচীর উদ্বোধন করেন কোম্পানীর ব্যবস্হাপনা পরিচালক (এমডি) মোঃ সাইফুল ইসলাম সরকার।জানা গেছে, সামাজিক বনায়নের অংশ হিসেবে কোম্পানীর শিল্প ও আবাসিক এলাকার খালি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মোঃ সাইফুল ইসলাম সরকার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড।
এসময় তিনি কোম্পানীর আবাসিক এলাকায় একটি উন্নত জাতের নারিকেল গাছের চারা রোপন করেন। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনীতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ সানাউল্লাহ জেনারেল ম্যানেজার (এডমিন) বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড।
কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৭