স্পোর্টস ডেস্ক : ভারতীয় তারকা ব্যাটসম্যান দিনেশ কার্তিকের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। দিনেশ কার্তিকের বয়স চলছে ৩৭ বছর। এ বয়সে অনেকেই ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যকে পেশা হিসেবে নিয়েছেন। অথচ এই ‘বুড়ো’ বয়সেও দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান কার্তিক।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকেই ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন। ভারতীয় দল প্রসঙ্গে সালমান বাট বলেছেন, তরুণরা ভালো খেলছেন। তারা তাদের বেঞ্চের শক্তি নিয়ে খুবই সিরিয়াস। দুর্দান্ত একটি দল গড়েছে তারা। তিনি আরও বলেন, শুভমান গিল ওয়ানডেতে দারুণ করেছে। টি-টোয়েন্টিতে কার্তিক ফিনিশারের ভূমিকায় খুব ভালো খেলছে। এছাড়া সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যান দিন দিন উন্নতি করছে। শ্রেয়াস আইয়ার আছে। আর্শদীপ ভালো বোলিং করছেন। সব মিলিয়ে দলটিতে প্রতিভার ছড়াছড়ি।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৭