আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার হাইস্কুল মাঠে রবিবার (৩১ জুলাই) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম এর সভাপতিত্বে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট”২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে হলহললিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন কানিজ, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ সাঈদ ইমরান, জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু, পাঙ্গা মুটুকপুর ইউপির চেয়ারম্যান আব্দুল হাকিম ভুটূ প্রমুখ। বালিকা দল মটুকপুর সরকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিন আমবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এদিকে বালক দল মেলাপাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মির্জাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে অতিথিগণ শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো ফলাফল করার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে থাকার ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এসময় শিক্ষার্থীরাও একমত পোষন করে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনকে আরো অগ্রসর করার জন্য প্রশিক্ষন কেন্দ্র সহ তাদের খেলাধুলার সরঞ্জামাদির ব্যাপারে উপস্থিত অতিথিদের নিকট প্রস্তাব রাখেন।
কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/সকাল ১০.৫৯