রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দিলো জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

ডেস্কনিউজঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে সিকান্দার রাজা সর্বোচ্চ ৬২ রান করেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

রবিবার (৩১ জুলাই) হারারে ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পায় বাংলাদেশ। মোসাদ্দেক একে একে ফেরান জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে। প্রথম ওভারে রেজিস চাকাভা এবং ওয়েসলে মাধেভেরেকে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে শন উইলিয়ামসকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। আর নিজের কোটার শেষ ওভারে মিল্টন শুম্বাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট পান মোসাদ্দেক।

রাজা-বার্লের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়েরাজা-বার্লের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে
৩১ রানে ৫ উইকেটের পর দলের হাল ধরেন রাজা-বার্ল। তাদের রাজা-বার্লের ৮০ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে ১৭ রানে জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই টাইগারদের।

কিউএনবি/বিপুল/৩১.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit