আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী কয়েকমাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে জিরকন ক্রুজ মিসাইল। আর কোন এলাকায় এই মিসাইল মোতায়েন করা হবে তা রাশিয়ার স্বার্থের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
অবশ্য ক্রেমলিন প্রধান নতুন একটি নৌবাহিনীর ডকট্রেইনে স্বাক্ষর করেন। যদিও ওই ডকট্রেইনের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে সেখানে জিরকন ক্রুজ মিসাইলকে অনন্য বলে উল্লেখ করা হয়েছে। এর আগে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অপ্রতিদ্বন্দ্বী’ বলে অভিহিত করেছিলেন।
মিসাইলটি ‘সরাসরি আঘাত’ হেনে তার লক্ষ্যবস্তুকে একদম চুরমার করে দেয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। শব্দের চেয়ে নয় গুণ দ্রুতগতিতে উড়ে গিয়ে ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই জিরকন। শুধু এই জিরকনই নয়, আরও কয়েক ধরনের হাইপারসনিক মিসাইল তৈরি করছে রাশিয়া।
আগেও রাশিয়া একটি পারমাণবিক সাবমেরিন থেকে একটি হাইপারসনিক মিসাইল নিক্ষেপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল। ব্যারেন্টস সী-তে ‘সেভারোদভিনস্ক’ সাবমেরিন থেকে জিরকন মিসাইলের ওই পরীক্ষা চালানো হয়।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬