আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : সহকারী জজ আদালত চাঁপাইনবাবগঞ্জে দায়ের করা ভোট পূনঃগণনার মামলা নামুঞ্জুর করায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা করেছেন। গত ২৬ ডিসেম্বর ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ কালে অনিয়মের অভিযোগে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত হয়।পরে ৭ ফের্রুয়ারী পূনরায় ভোট গ্রহণ সম্পন্ন হলে মোটরসাইকেল প্রতীকে মোঃ পিয়ার জাহানকে ৪হাজার ৯৭৪ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সরকারি ভাবে ঘোষণা দেয়া হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মোঃ আব্দুল খালেক পান ৪হাজার ৭৭৮ ভোট।কিন্তু ভোট গণনায় অনিয়ম করে নৌকার প্রার্থী মোঃ আব্দুল খালেককে পরাজিত করা হয়েছে। মর্মে নৌকার প্রার্থী অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালতে ভোট পূনঃগণনা চেয়ে মামলা করেন। শুনানী শেষে ২৮ জুলাই বিজ্ঞ বিচারক সুমন সরকার কর্মকার মামলাটি নামুঞ্জুর করেন।
এ ব্যাপারে বিবাদী ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানের আইনজীবি মোঃ আব্দুল মতিন বলেন, বিজ্ঞ বিচারক শুনানী শেষে বাদী নৌকার প্রার্থী মোঃ আব্দুল খালেক ভোট পূনঃগণনার পক্ষে যথাযথ তথ্য প্রমাণ দিতে পারেনি। বিবাদী মোঃ পিয়ার জাহান যথাযথ তথ্য প্রমাণ দেয়ায় ভোট গণনায় কোন অনিয়ম দূনীর্তি হয়নি মর্মে মামলাটি নামুঞ্জুর করেছেন। এদিকে মামলার বাদি নৌকার প্রার্থী মোঃ আব্দুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলাটি নামুঞ্জুর হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ আপিল ট্র্যাইবুনাল জজ আদালতে ২৮ জুলাই আপিল করেছেন।
মোঃ পিয়ার জাহান বলেন, বাদীআদালতে যথাযথ তথ্য প্রমাণ দিতে পারেনি। আমি আদালতে যথাযথ তথ্য প্রমাণ দেয়ায় ভোট গণনায় কোন অনিয়ম দূনীর্তি হয়নি মর্মে মামলাটি নামুঞ্জুর করেছেন।এদিকে আদালতের রায়ে ভোট পূনঃগণনার মামলা নামুঞ্জুর হওয়ায় বিবাদী ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান ২৯ জুলাই রামেশ^র হাই স্কুল মাঠে মোটরসাইকেল জড় করে আনন্দ শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি ভোলাহাট ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২০