বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্তর্গত ১নং মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের কৃতি সন্তান মোঃ জুনায়েদ আহমেদ (বাবু), ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার ট্রেনিং কোর্স ‘বার এ্যাট ল’ সফল ভাবে সম্পন্ন করেন। গত ২৬শে জুলাই ২০২২ইং তারিখে তাকে আনুষ্ঠানিকভাবে “লন্ডনের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস ইন” থেকে ব্যারিস্টার ডিগ্রির সনদ প্রদান করা হয়। এর আগে তিনি লন্ডনের “ইউনিভার্সিটি অফ লন্ডন” থেকে ডিপ্লোমা ইন ল’ এলএলবি (সম্মান) ডিগ্রি সাফল্যের সাথে অর্জন করেন।
তিনি তার শিক্ষাজীবন শুরু করেন “মনিয়ন্দ স্টার কিন্টারগার্ডেন”এ, ২০১০ সালের এসএসসি পরীক্ষায় মেধাবৃত্তিসহ “মোগড়া উচ্চ বিদ্যালয়” থেকে মানবিক বিভাগে প্রথম জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক এবং ২০১২ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি মনিয়ন্দ গ্রামের সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ আব্দুল্লাহ সাহেবের কনিষ্ঠ পুত্র।সম্প্রতি ব্যারিস্টার মোঃ জুনায়েদ আহমেদ বাবু’র, সাথে যোগাযোগ করে এই কৃতিত্বের বিষয়ে জানতে চাইলে, তিনি প্রথমেই তার এই প্রাপ্তির জন্যে বাবা-মা ও পরিবারের সকল সদস্যসহ শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং নিজেকে দেশের আইন অঙ্গনে মানুষের কল্যাণে নিয়োজিত করার মনোভাব ব্যক্ত করেন।
তার পিতা জনাব আব্দুল্লাহ সাহেবের নিকট ছেলে সম্পর্কে জানতে চাইলে তিনি খুশিতে আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার ছেলে জুনায়েদ আহমেদ বাবু ছোটকাল থেকেই নম্র-ভদ্র ও লেখাপড়ার প্রতি বেশ মনোযোগী ছিলো, তার এই অর্জনের পিছনে যারা দোয়া, পরামর্শ ও সহযোগিতা করেছেন তাদের প্রতি রইলো আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। এছাড়াও উপজেলার মধ্যে মনিয়ন্দ ইউনিয়নে এই প্রথম সে ব্যারিস্টারি পাস করায় এলাকাবাসীর মধ্যে উৎফুল্লতা বিরাজ করছে।
জুনায়েদ আহমেদ বাবুর সঙ্গে মুটো ফোনে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, সম্প্রতি দেশে ফিরে মানুষের কল্যাণে উচ্চ আদালতে আইন বিষয়ে চর্চা শুরু করবেন বলে জানান তিনি। জুনায়েদ আহমেদ বাবুর চাচা কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক, বিশিষ্ট সার্ভেয়ার আমিন ও দলিল লেখক সাংবাদিক বাদল আহাম্মদ খান বলেন, তাহার মা-বাবা সকল ছেলে মেয়েকে সঠিক পথে পরিচালনা করতে মাথার ঘাম পায়ে ফেলেছেন এবং খেয়ে না খেয়ে ছেলে মেয়ের পড়ালেখার খরচ চালিয়েছে। আমি আমার ভাই ও ভাবিকে স্যলুট জানাই। জুনায়েদ আহমেদ স্বার্থক বাবা মায়ের স্বার্থক সন্তান। সে মনিয়ন্ধ ইউনিয়নের গর্ব। আমি তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১