স্পোর্টস ডেস্ক : প্রাক মৌসুম প্রস্তুতিতে মুখোমুখো হয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। যুক্তরাষ্ট্রের ডালাসের কটন বোল স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় ভোরে শুরু হয়ে ম্যাচটি। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এই ফের নিজের জাত চিনিয়েছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।
বার্সার পক্ষে জোড়া গোল করেছেন দেম্বেলে, দুটি গোলই একক নৈপুণ্যে। এদিকে, দেম্বেলের দুটি গোলই শোধ করে দিয়েছেন ইতালিয়ান তরুণ ময়েস কিন। ম্যাচের ৩৪তম মিনিটে সার্জিনো ডেস্টের কাছ থেকে বলে গেয়ে জুভেন্টাসের কয়েকজনকে বোকা বানিয়ে প্রথম গোলটি করেন দেম্বেলে। মিনিট পাঁচেক পর হুয়ান কুয়াড্রাডোর পাস থেকে সেই গোল শোধ করেন কিন।
৪০তম মিনিটে ফের বার্সাকে এগিয়ে দেন দেম্বেলে। এই গোলটিও প্রায় প্রথম গোলটির মতোই। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে সমতা আনতে মাত্র ছয় মিনিট লেগেছে জুভেন্টাসের। এবার ম্যানুয়েল লোকাতেলির এগিয়ে দেওয়া বল ধরে গোল করেন কিন।
আগের ম্যাচের মতো এই ম্যাচেও শুরু থেকে খেলেছেন বার্সেলোনার নতুন তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানদোস্কি। তবে নিজের দ্বিতীয় ম্যাচেও গোলের দেখা পাননি এ পোলিশ তারকা। আগামী রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে আবারও বার্সার হয়ে মাঠে নামবেন তিনি।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২২