শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

উইম্বলডনের নতুন রাণী এলিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডন ওপেনের নারী এককের শিরোপা জয় করেছেন কাজাখস্তানের টেনিসার এলিনা রায়বাকিনা। তিনি ফাইনালে হারিয়েছেন তিউনিশিয়ার টেনিসার ওনস যাবুরকে। তিউনিশয়ার সুন্দরীর বিপক্ষে প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হেরে যান এলিনা৷ কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে ৬-২, ৬-২ ব্যবধানে জয় তুলে নেন। 

এর মাধ্যমে কাজাখস্তানের প্রথম টেনিসার হিসেবে উইম্বলডনের শিরোপা জয় করেন এলিনা। এ নিয়ে মাত্র দ্বিতীয় বারের মতো উইম্বলডনে খেলতে এসেছেন তিনি ৷ দ্বিতীয়বারের মতো এ টূর্নামেন্টে এসে উইম্বলডনের নতুন রাণী হলেন কাজাখ সুন্দরী। এদিকে এলিনা এবং ওনস যাবুরের এ ফাইনাল ম্যাচটিই ছিল ইতিহাসময় এক ম্যাচ৷ কারণ ওনস যাবুর প্রথম আরব নারী হিসেবে উম্বলডনের ফাইনালে খেলার অনন্য কীর্তি গড়েন তিনি৷ তবে প্রথম বারের চেষ্টায় শিরোপা জিততে পারলেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit