ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
সোমবার, ২৫ জুলাই, ২০২২
২৭৩
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয় । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন সরাইল রিজিয়ন সদর দপ্তর উত্তর-পূর্ব রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহীদুল ইসলাম, কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার মোঃ মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমূখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা সর্ম্পকে আলোচনা করেন । প্রত্যাকটি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহন করতে এবং মাদকের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানায়। বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, মাদক যেন দেশে না আসতে পারে বিজিবি কাজ করছে।কিন্তু বিজিবি একক ভাবে কাজ করলে হবে না। দেশের প্রত্যকটি নাগরিককে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে ।
জেলা প্রশাসক জনাব মোঃ শাহগীর আলম জানায়, মাদক প্রতিরোধে রোধে প্রয়োজন জনসচেতনতা।তাই আমরা সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে প্রচারণার পরিকল্পনা করেছি। মাদকের চাহিদা কমাতে পারলে সাপ্লাই কমে যাবে । যারা মাদক ব্যবসা করেন তাদের নিয়েও আমাদের পরিকল্পনা আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উম্মে ফাতেমা নাজমা বেগম প্রকাশ শিউলী আজাদ এমপি বলেন, মাদকদ্রব্য আমাদের যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের অস্ত্র বিশেষ। মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশ ও যুব সমাজকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তিনি যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান জোরদারসহ জনসচেতনতা বৃদ্ধি করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম উদ্বোধন করেন। পরে আগুনে পুড়িয়ে রোলার চাপা দিয়ে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়। উল্লেখ্য, এসব মাদকদ্রব্য সুলতানপুর ব্যাটালিয়ন(৬০ বিজিবি) এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিভিন্ন সময় জব্দকৃত ভারতীয় হুইস্কী ,ফেন্সিডিল ,গাঁজা ,ইয়াবা সহ বিভিন্ন প্রকারের ২৩ কোটি ৭৪ লক্ষ ১০ হাজার ৯৩০ টাকার জব্দকৃত মাদকদ্রব্য ।