আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার জেলার ১ম ও একমাত্র চলচ্চিত্র শিলচর্চা বিষয়ক সংগঠন শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ (এসএফএস) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র কর্মশালা।
১৪ই জুলাই বৃহস্পতিবার নতুন চলচ্চিত্র কর্মীদের বরণ ও তাদের নিয়ে লেকচার ওয়ার্কশপ-এর আয়োজন করে এ সংগঠনটি। লেকচার ওয়ার্কশপ-এর প্রশিক্ষক হিসেবে ছিলেন গোবিন্দ রায় সুমন, আহবায়ক হিসেবে অতসী বিশ্বাস এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ফয়সাল আহমেদ শুভ। চলচ্চিত্রের গোড়ার ইতিহাস থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও চলচ্চিত্রের বেসিক নিয়ে ৩ ঘন্টা এ কর্মশালা চলে।