স্পোর্টস ডেস্ক : বগুড়ায় বুধবার মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের ইনচার্জ জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের আগে ভালো কোনো খবর হওয়ার সম্ভবনা কম।
তিনি আরও জানান, ১৫ জুলাইয়ের আগে বৃষ্টির সম্ভবনা কম। তাই তাপমাত্রা আরও বাড়তে পারে। আর বৃষ্টি হলে তাপ কমবে। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করায় প্রচণ্ড গরমে জনগণ বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং জনদুর্ভোগ চরমে উঠেছে। গরমের কারণে অনেক বাড়িতে সর্দি-জ্বরে ভুগছেন অনেকে।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৯