এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিষমাখা ঘাস খেয়ে শাহীদুল ইসলাম নামে এক পল্লীচিকিৎসকের ৩টি গরু মারা গেছে। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামে। এতে তার প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ পল্লীচিকিৎসক শাহীদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে মাঠ থেকে ঘাস কেটে এনে গরুর খেতে দিই। গরুর (নানদায়/ ডাবায়) ঘাস দিয়ে আমি বাজারে যায়। এক ঘন্টা পরে মোবাইলে খবর পাই আমার একটি গাভী গরু মাটিতে পড়ে পা দাপাদাপি করছে। আমি বাড়ীতে গিয়ে দেখি সেটি মারা গেছে। আমার চোখের সামনে বাকী দুটি গরু মাটিতে পড়ে মারা যায়। গরু তিনটির বর্তমান বাজার মুল্য প্রায় একলাখ পঞ্চাশ হাজার টাকা। তিনি বলেন, আমার সন্দেহ হয় কেহ শত্রুতা করে আমার গরুর ডাবায় বিশ জাতিয় কিছু দিতে পারে। বিষয়টি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি, পরে থানা পুলিশকেও জানিয়েছি বলে জানান ক্ষতিগ্রস্থ পল্লীচিকিৎসক শাহীদুল ইসলাম।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০