জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে ২০২৫-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মনূচীর আওতায় রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার (২২অক্টোবর)সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার সবুজ আলী।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.ইউনুছ নুর এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.সেলিম রানা,সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,সহ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ,গণমাধ্যমকর্মীরা, উপকারভোগীরা উপস্থিাত ছিলেন
অর্থবছরে২৮০ জনকৃষকের মাঝেবিভিন্ন সবজির বীজ ও বিনামূল্যে স্যার বিতরণ করা হয়।এরমধ্যে বসত বাড়িতে শীতকালীন শাকসবজি ১০০ জন। ১৮০ জন কৃষককে মাঠে চাষ করার জন্য বিভিন্ন সবজি বীজ সরবরাহ করা হয়েছে। এই ১৮০ জনের প্রত্যেককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয় ।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান সরকারের সীমিত সম্পদকে সর্বোচ্চ কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে কৃষি অফিস থেকে প্রাপ্ত বীজ ও সার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান কৃষকদের প্রতি। এ সময় যে কোন পরামর্শ গ্রহণে কৃষি অফিসে যোগাযোগ করতে কৃষকদের পরামর্শ দেন তিনি। এছাড়াও পরিকল্পিতভাবে সবজি চাষাবাদ করলে মাটিরাঙ্গা উপজেলার উৎপাদিত সবজি এই এলাকার সবজির চাহিদা পূরণ করে অন্যত্র রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি ।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২২