স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হলো ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লন্ডনের কেনিংটন ওভালে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। চোটের কারণে এই ম্যাচে ভারতের একাদশে নেই তারকা ব্যাটার বিরাট কোহলি।
তৃতীয় টি-টোয়েন্টি খেলতে গিয়ে কোহলির কুঁচকিতে চোট লেগেছিল।
তাঁর পরিবর্তে ভারতীয় দলে ঢুকেছেন শ্রেয়াস আইয়ার।
দুদলের আজকের একাদশ
ভারত : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, সুর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামী, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল ও প্রশিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ড : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রেইগ ওভারটন, ডেভিড উইলি, ব্রাইডন কার্স ও রিসে টপলি।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪