ডেস্ক নিউজ : মানুষের আয় বাড়ায় এবার গ্রামাঞ্চলে কোরবানির পশু বেশি বিক্রি হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, তবে এ কথা স্বীকার করতে হবে বন্যার্ত মানুষের কষ্ট হয়েছে। এটা প্রাকৃতিক দুর্যোগের কষ্ট। এটা মেনে নিয়েই উৎসব পালন করতে হয়।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কৃষকরা যেভাবে উৎপাদন করছেন তাতে দেশে খাদ্যের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী বলেন, চালের দাম স্থিতিশীল আছে। চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিং হচ্ছে এবং বেসরকারি আমদানিও খুলে দেওয়া হয়েছে। তাই আশা করি চালের দাম নিয়ন্ত্রণে থাকবে। দেশে বছরে তিন বার ফসল উৎপাদন করা হয়। তাই খাদ্যের অভাব হবে না।
তিনি বলেন, আমাদের যে ভিশন ন্যায়-নীতি ও দুর্নীতিমুক্ত থেকে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তর পরিচালনা করে আমরা শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। আমরা এটিকে আরো গতিশীল করতে চাই বলে মন্তব্য করেন তিনি।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১