আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। রবিবার (১০ জুলাই) ২০২২ ইং। সকাল ৬.৪৫ মিনিটের সময় শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হযরত আল্লাহুম্মা হাফেজ মো.জামান উদ্দিন ঈদের প্রথম জামাত আদায় করান। উক্ত ঈদগাহ ময়দানে জামাতের আগে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি। সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী রাজিব মাহমুদ মিঠুন,শ্রীমঙ্গল পৌরসভার মেয়র, মো.মহসিন মিয়া মধু।
এসময় উপস্থিত ছিলেন সর্বস্তরের মুসল্লিয়ান একরাম। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি মহোদয় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ও সবাইকে সালাম জানিয়ে বলেন, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, এখানে জামাতে শরিক হয়েছি এজন্য আপনাদের সামনে দাড়ানো। তিনি আরো বলেন, ঈদগাহ আমাদের একটা ধর্মীয় আয়োজন ঈদের জামাত আদায় করাটা খুবই গুরুত্বপূর্ণ, সেই লক্ষ্যে আপনাদের সাথে মতামত ব্যক্ত করা হয়েছে , ঈদগাহ কমিটির বর্তমানে আমাদের কাছে ৩,২৬,৪৮৬ টাকা ৫৩ পয়সা আছে৷ আর যেহেতু কবরস্থান আছে ঈদগাহ কমিটির মাধ্যমে কবরস্থানে রক্ষণাবেক্ষণ করা হয় এর পাশাপাশি পৌরসভা কাজ করে থাকে।
সেই হিসেবে কবরস্থানে যে টাকা আছে যা আপনারাই দান করেছেন ১,১৪,৮০৮ টাকা ৫৯ পয়সা। এগুলো সব টাকা জমা আছে। তাই আপনাদের কাছে অবগত করলাম, আপনাদের কাছে আবেদন থাকবে ঈদগাহ ময়দানে আপনারা সবাই মুক্তহস্তে এগিয়ে আসবেন। ভিবিন্ন জায়গায় দেখাগেছে মুসল্লীদের দ্বারায় ঈদগাহ করা হয়, মসজিদের উন্নয়ন হয় । এই ধর্মীয় প্রতিষ্টান আমরা যারা মুসল্লীয়ান আছি আমরা একটু ত্যাগ শিকার করলেই সব কিছু সম্ভব।
কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮