বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহ্যবাহী গোপীনাথপুর দারুল আমান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলার সর্ববৃহত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশ নেন প্রায় ১০হাজারেরও বেশী মুসল্লী। ১৮৮৫ সালে স্থাপিত উপজেলার সর্ব বৃহৎ ঈদগাহটিতে প্রায় ১৩৮ বছর যাবত গোপীনাথপুর ও বিনাউটি ইউনিয়নের প্রায় ২২টি গ্রামের মুসল্লীরা ঈদের নামাজ আদায় করছে।এই ঈদগাহে ১৮৮৫ ইংরেজী সালে মুন্সি শাদত আলীর ইমামতীতে সর্ব প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় তাদের বংশের রেওয়াজ অনুযায়ী এখন মাওলানা এমদাদ উল্লাহ সাহেব ১৯৮০সাল থেকে প্রায় ৪২ বছর যাবত এই ঈদগাহ মাঠে ঈমামতি করে আসছেন।
সকাল সাড়ে ৮টায় পূর্ব নির্ধারিত নামাজের সময় দেওয়া থাকলেও নির্ধারিত সময়ের আগেই মুসল্লী দ্বারা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেলে অনেক মুসল্লীকে রাস্তার মধ্যে নামাজ আদায় করতে দেখা গেছে। গোপীনাথপুর দারুল আমান ঈদগাহ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মোঃ আব্দুল মান্নানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু তাহের ভুঁইয়া, সাধারণ সম্পাদক হাজি মামুনুর রশীদ হেলাল, গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আকরাম খাঁন সহ আরো অনেকে। ঈদের নামাজে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহনকরে। নামাজ শেষে উপস্থিত সকল মুসল্লীদের সাথে নিয়ে কবরবাসীদের মাগফেরাত ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০